২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ

Sharing is caring!

“বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বাগাতিপাড়ায় মাস্ক বিতরণ”

 

মোঃ খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) থেকেঃ-
করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় মালঞ্চি বাজারে কমিশনের বাগাতিপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় ভ্যান চালক, পথচারী, বিভিন্ন জরুরী সেবা দানকারীসহ বিভিন্ন জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সেখানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, পৌর শাখার সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সাধারন সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।