২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উদাসীন মন – মোঃ মমিন হোসেন

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
উদাসীন মন – মোঃ মমিন হোসেন

Sharing is caring!

উদাসীন মন

মোঃ মমিন হোসেন

পিতা গুরু মাতা গুরু
গুরু জৈষ্ঠ্য ভাই ওরে মন
এর চেয়ে অধিক গুরু
আমি কোথায় গেলে পাই?

যে’জন মোরে আনিলো এই ভবে
সেজনরে আমি কেন করি হেলা?
হেলায়- খেলায় আমার কাটিয়া যায় বেলা।

এ রোজ দিবসে শাই ভাবিয়া কহে,
দিন ফুরিয়ে গেলে তোমারে চিনেবে কে?
তাই তো বলি এমন জীবন তুমি করিও গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন!

যতো পারো পুন্য করে যাও ভবে,
অমর থাকিবে তুমি যতোদিন এ’পৃথিবী রবে।
এমন জীবন তুমি করিও না গঠন
মরিলে তুমি, হাসিবে ভুবন!