Sharing is caring!
মনপাখি
রোখশানা রফিক
ক্ষনেক জড়াতে যেয়ে
যারে আমি ভালোবেসে
ফেলি চিরতরে,
সেও কি বেসেছে
ভুলে আমারেও
কিছু ভালো?
ক্লান্ত হৃদয় পেতে
অপেক্ষায় চেয়ে থাকি
তার পথ।
তবু জয়রথ তার
সরে সরে যায়
আমার চোখের
প্রান্ত থেকে।
হৃদয় বসন্তে জেগে
তার নামে গান গায়
রাতচর পাখি,
আমি চেয়ে থাকি
আর ভাবি,
ভুলে সে ভালোই আছে।
আমি কেন তবে অকারণ
কাজে বা অকাজে
সেই তারে এতো বেশী
মনে রাখি?