২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চসিকের উদ্দ্যেগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা শুরু

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
চসিকের উদ্দ্যেগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা শুরু

Sharing is caring!

 

আব্দুল করিম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রামে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী শনাক্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্দ্যেগে ফ্রি-ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষা শুরু করেছে। ২৯জুলাই নগরীর আলকরণ মোড়ে চসিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের এই পরীক্ষা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।
নগরীর ৪১টি ওয়ার্ডে জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ডেঙ্গু এনএস ওয়ান , সিবিসি ও প্লাটিলেট পরীক্ষা করানো হচ্ছে এ হাসপাতালে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া কারও জ্বর ও ডেঙ্গু লক্ষণ দেখা দিলে তাৎক্ষনিক পাশ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকের চিকিৎসা নেয়ার পরামর্শ চসিকের।
চসিক নগর এই স্বাস্থ্য কেন্দ্র প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেবে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে নগরবাসীকে আগাম সর্তক করতে জনসচেতনতামূলক যে কর্মসূচি চসিক গ্রহন করেছে, সেই কর্মসূচিকে আরো বেগবান করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
তিনি বলেন সচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ প্রতিরোধ করা চসিকের একার পক্ষে সম্ভব নয়। ডেঙ্গু রোগ প্রাদুর্ভাব রোধে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদেরকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। এই ব্যাপারে শুধু গণমাধ্যম কর্মীদের নয়, এতে সবার দায়িত্ব রয়েছে। রয়েছে দায়িত্বশীল ভুমিকাও।
শুধু চসিকের দিকে তাকিয়ে থাকলেই চলবে না, প্রত্যেক নাগরিকের উচিত হবে স্ব স্ব বাড়িঘরের আশপাশে এডিসের প্রজনন হতে পারে, এমন সব স্থান ধ্বংস করা। দিনের বেলায় অন্তত শিশুদের ঘুমের সময় মশারি ব্যবহার করাও সকল অভিভাবকের দায়িত্ব।