Sharing is caring!
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মোঃ হাসান.লামা উপজেলা প্রতিনিধিঃ-
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (মোঃ রেজা রশীদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান( মোস্তফা জামাল)
আরো উপস্থিত আছেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (মোঃ রেজওয়ানুল ইসলাম), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও বীর মুক্তিযোদ্ধা (শেখ মাহাবুবুর রহমান) লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (মোহাম্মদ মিজানুর রহমান) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (প্রদীপ কান্তি দাশ)
(বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল)
এছাড়া দিবসটি পালন উপলক্ষে ভোরে স্মৃতিসৌধে পুস্পাঞ্জলি অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, গতকাল সকাল ৮টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।