Sharing is caring!
কামারখন্দে করোনা টিকা গ্রহনে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের
আজিম ভূঁইয়া,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের টিকা গ্রহনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ৭ফেব্রুয়ারি সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম থাকায় মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের টিকা নেয়ার প্রবণতা বাড়াতে সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের টিকা দেয়ার পাশাপাশি গত শনিবার উপজেলার চারটি ইউনিয়নের পৃথক চারটি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি চালু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ইতোমধ্যে নির্ধারিত কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকাদান কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। গত দেড় মাসে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ১হাজার ৮৮৯ জন এবং গত চার দিনে চারটি কমিউনিটি ক্লিনিকে ৮শ’ ২৩জন ব্যক্তি টিকা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ শরীফুল ইসলাম জানান, সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের টিকা নেয়ার আগ্রহ কম থাকায় কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়ার সিদ্ধান্ত করা হয়। কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়ায় সাধারণ মানুষের মধ্যে টিকা নেয়ার ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।