Sharing is caring!
গ্রীষ্মের শুরুতেই তরমুজের ব্যাপক চাহিদা
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় গ্রীষ্মের শুরুতেই বাজারে উঠেছে তরমুজ। প্রথম বাজারে আসায় এর দামও বেশি। বাজারে নতুন তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। তবে বাজারে নতুন আসার কারণে এর চাহিদাও বেশি বলে জানান বিক্রেতারা।
ব্যাবসায়ীরা জানান, বগুড়া, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তরমুজ আসছে এখানে। এখন বাজারে অন্য ফল তেমন না থাকায় ও উপকারী ফল হওয়ায় তরমুজের চাহিদাও বেশি।
স্থানীয় ফল ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ১০ মণ তরমুজ এনেছিলাম কয়েক দিন আগে, এরই মধ্যে বিক্রি প্রায় শেষ। বাজারে তরমুজের চাহিদা ব্যাপক।
তরমুজ কিনতে আসা সাংবাদিক খাদেমুল ইসলাম জানান, বছরের প্রথম ফল তরমুজ বাজারে এসেছে তাই কিনছি। পরিবারের আবদারের কারণে দাম একটু বেশি হলেও কিনছেন বলে জানান তিনি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমদানি বেশি হলে তরমুজের দাম কমবে।
এদিকে তরমুজের গুণ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান বলেন, তরমুজে সামান্য পরিমান ক্যালোরি আছে। এক কাপ তরমুজ থেকে মাত্র ৪৬ ক্যালোরি পাওয়া যায়। তবে শরীরে পানিশূন্যতা পূরণে তরমুজ খুবই উপকারী। তরমুজ তীব্র গরমেও আপনার শরীরের পানিশূন্যতা পূরণ করতে পারে।