Sharing is caring!
কালীগঞ্জে প্রতিনিয়তই বেড়ে চলছে দূরর্ঘটনা এবার মোটরসাইকেল এর সাথে বাইসাইকেল
প্রান্ত বিশ্বাস,ঝিনাইদহ থেকেঃ-
ঝিনাইদহের কালীগঞ্জে আজ দুপুর ২ টা বেজে ২১ মিঃ সময় এ বৈশাখী মোড় সংলগ্নো স্থানে।
একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলাচলরত পাশের একটি বাই-সাইকেল কে ধাক্কা দেওয়ার ফলে বাই-সাইকেল চালক ১জন আহত হয়।
এ সংবাদ শোনার সাথে সাথে ছুটে আসেন কালীগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দলের প্রধান মোঃশহিদুল ইসলাম জানান তারা দু-জনই একই পথে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল এ ধাক্কা দেন যার ফলে এ দূরর্ঘটনা ঘটে তবে কেউ অতিরিক্ত আহত হয় নায়।
কালীগঞ্জ ফায়ার স্টেশন উদ্ধারকালী দলের লিডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে তারা আহত ব্যাক্তিকে নিজেরা সাথে থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছায়ে দেয় ও দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন।
স্থানীয় কিছু জনসাধারণ বলেন প্রতিবারের ন্যায় এবার ও কালীগঞ্জ ফায়ার স্টেশনের উদ্ধারকারী টিম এগিয়ে এসেছেন এবং রুগীকে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেছেন।
ফায়ার স্টেশনে এমন মানবিক কর্মকান্ড দেখে সকলে অনেক খুশি সাথে সাথে জনসাধারণের কিছু মানুষের বক্তব্য ট্যাফিক নিয়ম যদি সকলে সঠিকভাবে পালন করে তো দূরর্ঘটনাও কম হতো।