Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়ন এলাকায় আরমান (২৫) নামে এক ধর্ষণকারীর সঙ্গে র্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
নিহত আরমান জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের মো. তৈয়বের ছেলে বলে জানিয়েছে র্যাব।
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি ও নয়টি খালি খোসা উদ্ধার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
অভিযানে থাকা র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামে ধর্ষক আরমানকে গ্রেফতারে অভিযান চালায় র্যাবের টহল দল।
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
কাজী মো. তারেক আজিজ জানান, ১৯ জুলাই জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আরমান। ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিল আরমান।