Sharing is caring!
কামারখন্দে করোনা প্রতিরোধে পুলিশের র্যালি ও মাস্ক বিতরণ
আজিম ভূঁইয়া,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে সামনে রেখে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গ্রীষ্মের শুরু থেকে আবার বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী কোভিদ-১৯ ভাইরাসে সংক্রমণের হার। কিছুদিন ধরেই দেশে এই ভাইরাস দ্বারা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশ ও মানুষের এই সংকট মোকাবেলায় সবার প্রথমে প্রয়োজন সচেতনতা।
কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগ,তারই
ধারাবাহিকতায় সোমবার ২১ মার্চ সাড়ে ১১ টায় র্যালি ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক দুুলাল হোসেন মন্ডল।