২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কামারখন্দে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২১
কামারখন্দে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি

Sharing is caring!

কামারখন্দে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি

আজিম ভূঁইয়া,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রশাসনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা প্রশাসন।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।