১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

মা-বাবার কবরের পাশে চিরশায়িত হবেন মওদুদ

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
মা-বাবার কবরের পাশে চিরশায়িত হবেন মওদুদ

Sharing is caring!

অভিযোগ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়। তিনি নিজেও আমাকে সেই জায়গা দেখিয়েছিলেন।

এদিকে মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মো. মমিনুর রহমান সুজন জানান, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে মওদুদ আহমেদের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।