২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হত্যা ও হুমকির প্রতিবাদে বিশাল মানববন্ধনঃ অচিরেই দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবী

অভিযোগ
প্রকাশিত মার্চ ৫, ২০২১
হত্যা ও হুমকির প্রতিবাদে বিশাল মানববন্ধনঃ অচিরেই দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবী

এম আব্দুল করিমঃঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজি ইউনিয়ন এর মির্জার গাও গ্রামের আব্দুস সালাম কে হত্যা করার হুমকি দিয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা নামধারী কতিপয় লোক। সরেজমিনে জানা যায় যে, শাহপরান মৎস আড়ৎ এর স্বত্তাধিকারী সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত মির্জার গাঁও, মাহতাব পুর মৎস্য আড়ৎ উপকমিটি এর উপদেষ্টা কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম কে হত্যা ও হুমকির প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অদ্য ০৫/০৩/২০২১ ইং শুক্রবার জুমার নামাজের পর বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের অন্তর্গত স্থানীয় মাহতাব পুর মৎস্য আড়ৎ সংলগ্ন সিলেট – সুনামগঞ্জ রোডের উভয় পার্শে মির্জার গাঁও, মাহতাব পুর মৎস্য আড়ৎ এর ব্যবসায়ী ও কর্মচারী এবং সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্ট ৭০৭ শাখার মির্জার গাও মাহতাব পুর মৎস্য আড়ৎ উপকমিটির সাধারণ শ্রমিকবৃন্দ। শান্তিপূর্ণ এ মানববন্ধনে উপস্থিত লোকজনের একটাই দাবী যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ নিরীহ শ্রমিক ড্রাইভারদের আস্থার বাতিঘর আব্দুস সালাম কে হত্যা ও হুমকি প্রদানকারী মির্জার গাও গ্রামের আব্দুল্লাহ পিতা মৃত জমশেদ আলী, খালেদ মিয়া, পিতা শামস উদ্দিন (শম্ভু), আব্দুস শহীদ, পিতা মৃত আব্দুল মতিন সহ অজ্ঞাতনামা কতিপয় শ্রমিক নেতা নামধারীদেরকে অচিরেই আইনের আওতায় আনা উচিত, তা না হলে এই কমিটির সাধারণ নিরীহ শ্রমিক কঠোর আন্দোলনের ডাক দিবেন। শান্তিপূর্ণ এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্ট ৭০৭ মির্জার গাও মাহতাব পুর মৎস্য আড়ৎ উপকমিটির উপদেষ্ঠা মোঃ বশির উদ্দিন,বর্তমান সভাপতি মোঃ সমুজ মিয়া,সহ সভাপতি মোঃ রাহিম উদ্দিন, ১ নং লামাকাজি ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,লামাকাজি স্টেন্ডের সাবেক ম্যানেজার আনোয়ার হোসেন আনর, সদস্য জসিম উদ্দিন প্রমুখ। লামাকাজি ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার মোঃ আবুল কালাম তার বক্তব্যে উল্লেখ করেন যে, আব্দুল্লাহ, খালেদ ও আব্দুস শহীদ গংরা শ্রমিক নেতা নামধারী চাঁদাবাজ।

বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আনা আমার ওয়ার্ড এর কাজগুলো করতে চাইলে আমি প্রায়ই তাদের দ্বারা বাধাগ্রস্ত হই নতুবা তাদেরকে চাঁদা দিতে হয়। সর্ব শেষ গত ০৩/০৩/২০২১ সন্ধ্যা অনুঃ ৭ ঘটিকায় লামাকাজি মাছ বাজারের আছির উদ্দিন হোটেলে আব্দুস সালাম কে তারা ডেকে নিয়ে জবরদস্তি করে শ্রমিক সংগঠনের পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে কিন্তু আব্দুস সালাম পদত্যাগ পত্রের ফরমেট টি নিয়ে দস্তখত করছি বলে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন এবং পুরো ঘটনার বর্ননা দিয়ে আব্দুস সালাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন,ডায়েরি নং ১৬০ তাং০৩/০৩/২০২১ ইং এবং উক্ত শ্রমিক সংগঠনের উপকমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাদী হয়েও বিশ্বনাথ থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নং ১৫৯ তাং ০৩/০৩/২০২১ ইং।

এখন আমাদের একটাই দাবি সঠিকভাবে তদন্তের মাধ্যমে অচিরেই এসব শ্রমিক নেতা নামধারী চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অচিরেই আইনের আওতায় আনা উচিত নতুবা সাধারণ নিরীহ সিএনজি অটোরিকশা শ্রমিক ড্রাইভারগণ ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন।

এ ব্যাপারে জানতে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্ট ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমদ এর মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

হত্যা হুমকি ও এ ব্যপারে সাধারণ ডায়েরি প্রসঙ্গে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা পিপিএম এ প্রতিবেদককে জানান যে,আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30