Sharing is caring!
মোঃ পারভেজ হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৃস্হপতিবার বিকালে পীরগঞ্জের গুয়াগাঁও এলাকায় টয়েটা প্রাইভেট কারের চাকা বাস্ট হয়ে মাসুদ রেজা বসুনিয়া( মিশ্তু) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় মাসুক রেজা (বসুনিয়া) নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাবু পারা গ্রামের মৃত: মশিউর রহমানের ২য় পুত্র তিনি নীলফামারী জেলার বি আর টি এ অফিসের কর্মকর্তা ।
রানীশংকৈল উপজেলায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ করে তার প্রাইভেট কারের সামনের চাকা বাস্ট হয়ে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে
পাল্টি খেয়ে রাস্তা থেকে খালের নিচে পড়ে যায়।
এতে ঘটনা স্থলে নিহত হয় এই কর্মকর্তা।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।