২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আখাউড়ায় স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯

Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত শহীদ স্মৃতি কলেজে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট ও জাতীয় দপ্তর এর সহযোগীতায় ৫টি স্কুল কলেজ থেকে আগত শতাধিক ছাত্র ছাত্রীদের মাঝে সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন বিষয়ে কর্মশালা করানো হয় । রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরি সদস্য শাহজাহান সাজু,ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় সদর দপ্তর থেকে আগত মো: মাহবুবুল হক,সাবেক সাবেক যুব প্রধান প্রশিক্ষক সালাউদ্দিন ভূইয়া, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থপনায় স্বাগত বক্তব্য রাখেন উপ যুব প্রধান-১ সাহিদুল ইসলাম অপু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাত জাহান,তারিন আক্তার,শোয়েব আহমেদ শিশির।