১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

“””কবিতা “”” পরকাল

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
“””কবিতা “”” পরকাল

পরকাল

লেখক- আবদুল্লাহ আল মামুন

*হঠাৎ একদিন শুনবে আমি পৃথিবীতে নাই, মা বাবা আত্বীয় স্বজন কাদবেরে সবাই। *কত মায়া কত স্মৃতি থাকবে সবি পড়ে, শুধু আমি একা একা যাব সবি ছেড়ে। *চলার পথে কথার মাঝে করেছি অনেক পাপ, তাওবা করলাম ওগো প্রভু দাওনা করে মাফ। *যেতে হবে সবাইকে কবর নামের অন্ধকার ঘরে, কি করছো ভাব নিরালায় সারাজীবন ধরে। *আল্লাহপাকের নেয়ামত ভোগ করো সারাদিন রাত, তবু কেন পড়ে আছো শয়তানেরী পথ। *এই দুনিয়া ক্ষনস্থায়ী থাকার জায়গা না, তবে কেন মিছে মায়ায় করো বাহানা,ডাক আসিলে যেতে হবে থাকতে পারবে না। *সময় থাকতে তাওবা করো ছেড়ে দাও পাপ, আল্লাহ পাক কবুল করলে পেতে পারো মাফ।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30