Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
আট বছরের শিশু রিয়াদ। বাড়ি বাঁশখালী। গৃহকর্মী হিসেবে তিন মাস আগে যোগ দিয়েছে হামজারবাগের এক বাসায়। নির্যাতন সইতে না পেরে বাসা থেকে ছয়তলার গ্রিল কেটে আটতলায় উঠে যায়। পরে ভবনের দারোয়ানের সহায়তায় স্থানীয়রা সোমবার সকালে হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ঐ ভবন থেকে উদ্ধার করে তাকে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। ছেলেটির শরীরে অসংখ্য মারের দাগ রয়েছে। আমরা অভিযুক্ত মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। ছেলেটির পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইদুল বলেন মোমিন টাওয়ারের ছয়তলার একটি ফ্ল্যাটের গ্রিল কেটে রিয়াদ নামের শিশুটি বিল্ডিংয়ের ছাদে উঠার চেষ্টা করছিল। আমরা ওই বিল্ডিংয়ের দারোয়ানের সহায়তায় ছেলেটিকে উদ্ধার করি। উদ্ধারের পর ছেলেটি আমাদের জানিয়েছে, তাকে মারধর করে প্রতিদিন বাসায় তালা দিয়ে রেখে যাওয়া হতো। তাই সে পালানোর জন্য গ্রিল কেটে ছাদে উঠার চেষ্টা করেছে। পরে আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিয়াদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা পাঁচলাইশ থানার এসআই সজীব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোমিনবাগ আবাসিক এলাকা থেকে রিয়াদ নামে এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে তার সঙ্গে কথা বলে জানা যায়, ওই বাসায় তাকে মারধর করা হতো। তাই সে পালানোর চেষ্টা করেছে। ছেলেটির শরীরে মারধরের অসংখ্য দাগ আছে।