Sharing is caring!

উনুয়ই মার্মা রুহি, বান্দরবান জেলা প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে গত ৮ জুলাই আজিজনগর গার্লস স্কুলে যাবার পথে একই এলাকার সাইফুল নামের নামের এক বখাটে এবং আরো কয়েকজনের সহায়তায় এই স্কুল ছাত্রীকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়।
চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এক আত্মীয়ের বাসায় ওই ছাত্রীকে টানা ১৮দিন আটকে রেখে দিনের পর দিন ধর্ষন করে এই বখাটে।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে এই স্কুল ছাত্রীকে গত ২৫ জুলাই বিকালে আজিজনগরের তেলুনিয়া পাড়ায় রেখে পালিয়ে চলে যায় সাইফুল। এসময় তার স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৬ জুলাই বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আপেল্লা রাজু নাহা জানান, ধর্ষনের ঘটনা আমরা শুনেছি এবং ভিকটিম বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বান্দরবান জর্জকোটে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।