২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্ধু – সুরাইয়া শিরিন

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
বন্ধু – সুরাইয়া শিরিন

Sharing is caring!

বন্ধু

সুরাইয়া শিরিন

বন্ধু!বড্ড -স্পৃহার শক্তি আজ,
হামেশাই পিছু টানছে এ হৃদয়’টা;
দুমড়ে মুচড়ে ওঠে, তাচ্ছিল্যে ভরা
ক্লান্ত ভেতরটা।

সীমায় পৌঁছার দীনতা,আর চলে না,
বন্ধু! বিধাতা হয়ত, আজ কোন
আরজিও শুনে না।
জানো কি? কি এমন, তোকে ঘিরে
আমার দূর্বলতা,,,,!

বন্ধু!এ কি এলো? ঠাসা কালোবেলা,
না হয়ে কেন.. স্মৃতি যাচ্ছে না
মুছে ফেলা;
কেন?ইন্দু’টা করছে নিপুণ খেলা।

সত্যিই! যদি হয়, এসব বিধানে লেখা
তবে কেন?অতীত লগ্ন গুলো,
আবারও ঊর্ধপাণে দেয়,
উৎসাহ -উদ্দীপনা।

বন্ধু! তোর ফুরিয়ে যাক ফেরারিত্বটা,
কেটে যাক দেউলিয়াত্ব, যেটা।
তবুও দেখা হবে, গল্প হবে, এ নিয়ে
কতো বিরহের ছিল!বিচ্ছেদের রেস টা।