২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিডি ক্লিন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে পরিছন্ন কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২০
বিডি ক্লিন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে পরিছন্ন কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

পরিছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে, বিডি ক্লিন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে পরিছন্ন কর্মশালা অনুষ্ঠিত

আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-
গাজিপুরের শ্রীপুরে,মাওনা ইউনিয়ন এর সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ে, পরিছন্নতা শুরু হোক আমাদের থেকে, এই স্লোগানকে সামনে রেখে,বিডিক্লিন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শামীমা সিকদার কনা ও সেলিম সরকার এর পরিচালনায় বিডি ক্লিন এর সদশ্যবৃন্দ, এবং একঝাক তরুনদেরকে নিয়ে পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক,ওমর ফারুক,আমিন মোড়ল,লজিষ্টিক রাত্রী, দিপা,বদরুল আলম,রনি মোড়ল,শরিফ এবং একঝাক তরুন।

এছারা সংগঠনের বাইরে নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা জেড আই জালাল,ইউপি প্যানেল চ্যেয়ারম্যান মতিউর রহমান,উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,ফজলু ফরাজী,শিক্ষক, সুরুজ মাষ্টার,আবুল কালাম মাষ্টার,আরো অনেক নেতৃবৃন্দ।

সামাজিক দুরত্ব বজায় রেখে,শপথ গ্রহনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।শপথের পরে, মূল কার্যক্রম যেমন,মাঠ ও বাজার, পরিস্কার করা শুরু হয়।

মুল কার্যক্রম পরিচালনা শেষে, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন,শামীমা সিকদার কনা। এছারাও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেড আই জালাল,ইউপি প্যানেল মেয়র, মতিউর রহমান।

এসময় নেতারা বলেন,বিডিক্লিন এর উদ্যোগে যে কার্যক্রম শুরু করা হয়েছে,তার সফলতা কামনা করি,এবং এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পরুক।

বিডি ক্লিন এর সাথে কাধে কাধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরাও বলবো,পরিছন্নতা শুরু হোক আমাদের থেকে।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।