Sharing is caring!
মৃত্যুর ঢেকুর
…গৌরী পাল…
ফুল চন্দনে শেষ যাত্রায়,
সারা জীবন হারিয়ে ফেললাম.।
রজনী ফুলের গন্ধ শেষ দামে,
বিকিয়ে আনন্দ পেলাম।
শেষের আগেই শেষ হয়ে যাই,
অপূর্নতা অনেক বেশি।
পূর্ণ হওয়ার ইচ্ছে নেই,
শূন্যের দাম অনেক বেশি.।
মরন কালে দাম নেই।
জরা ব্যাধির ক্ষোভে,
মৃত্যু সুইসাইড নোটে।
একটা মাত্র অভিযোগে
অভিজ্ঞতার অভাব মেটে।
জিতবে নয়তো মরবে
এটাই নাকি অঙ্গীকার।
মনের ঘর বন্ধ যখন
সাদা কাপড় মুখের উপর।
বাকি থাক আমার কথা
থাকবো এখন চিতায় কিংবা
তিন হাত গর্তের ভিতর।