২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সফল ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মন্ডল ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
সফল ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মন্ডল ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী

Sharing is caring!

সফল ও জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মন্ডল ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী

 

রাকিবুল হাসান, শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর ও শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক ভেন্ডার সমিতির সভাপতি মোঃ শাহজাহান মন্ডল। দোয়া ও সমর্থন চেয়েছেন শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে।

এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল কে শাহজাহান মন্ডল জানান, আসছে আগামী আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছি। এবং আমি শ্রীপুর পৌর ৪নং ওয়ার্ডের একজন খাদেম হিসেবে পূর্বে আমাকে যেমন ভাবে মানুষের খেদমত করার সুযোগ করে দিয়েছিল সেই ভাবে আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে একটি কথাই বলবো আমি আমার পূর্বে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং ইনশাআল্লাহ আসছে আগামী শ্রীপুর পৌরসভা নির্বাচনে আমি আমার ওয়ার্ডের মানুষের কাছে কাজ করার এবং তাদের খেদমত করার পুনরায় আবার সুযোগ চাই কারণ ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক কাজ শুরু করেছি আবার অনেক কাজ শেষ পর্যায়ে প্রতিটি কাজ আমি সম্পন্ন করে আমি আমার ওয়ার্ডের মানুষকে দেওয়া আমার কথা গুলো যেন রক্ষা করতে পারি সেই সুযোগ আমি আমার ওয়ার্ডের প্রতিটি ভোটার এবং আমার ওয়ার্ডের সকল মানুষের কাছে চাই । এ সময় তিনি আরো বলেন।আমি বলতে চাই বিগত সারে চার বছর খুটি বাহিনীর দেখা মিলেনি।মিলেনি কোন সন্ত্রাস বা চাঁদাবাজ বাহিনির দেখা!

শুনা যায়নি কোন জমি-জবর দখল কারীর প্রতি ভিটা-বাড়ী হারানো মালিকদের আহাজারী বা অভিশাপ। কানে আসেনি কোন মিল মালিক- কৃষকের কৃষি জমি নিজের আয়ত্বে নিয়ে, দেওয়ার অভিযোগ।কখনো কেউ বলেনি আমার মেয়েকে উমোকের ছেলে উত্যক্ত করে বা ইভটিজিং করে!
দেখা যায়নি কলা বাগানে ১০/২০ জন যুবক একত্রে জমায়েত হয়ে মাটিতে চাটাই বিছিয়ে বসে যেতে জুয়ার আসরে।

ভোর সকালে ঘুম ভাংতেই কানে আসেনা উত্তরের জুরার পাড় বাঁশ তলায় কাউকে হাত-পা বেঁধে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে! !

চোখে পরেনা এখন আর নেশাগ্রস্ত যুবক কে মাতাল হয়ে রাস্তায় পরে থাকতে।

কোন মা-বাবা বলেনি বাবা আমার বাড়ীতে চলো,
ছেলেটা খুব বেশী নির্যাতন করতেছে।

কেউ বলতে পারেনি ঐ বাড়ীর জমির শালিশ নাকি টাকার বিনিময়ে রায় দিয়েছে বিচারকগন!

এলাকায় মামলা-মোকদ্দমা কমেছে বৈ বেরেছে তাও বলার উপায় নেই

এক কথায় আগের তুলনায় উল্লেখিত কথাগুলি সত্য বলা যায় নির্দিধায়।

আমি চেষ্টা করেছি, আমার এলাকাকে সকল অপকর্মের বাহিরে রেখে একটি সুশিক্ষিত, সভ্য আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে।।

কিন্তু একদিনে তা সম্ভব নয়! আমার চলতি মেয়াদ– শেষের পথে, তাই উল্লেখিত উদ্দেশ্য বা ইচ্ছা পুরনের

লক্ষে ৪ নং ওয়ার্ড কে একটি আধুনিক স্বনির্ভর ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে প্রিয় ভোটার ভাই-বোনদের কাছে পুনরায় সুযোগ চাই,আপনারা আমাকে

আগামী ২৮ ডিসেম্বর আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে পুনরায় ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের একজন খাদেম হিসাবে আগামী পাঁচ বছর খেদমত করার সুযোগ দিবেন বলে প্রত্যাশা করছি।