২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউপি সদস্যদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোপালপুর ইউপি চেয়ারম্যান সুশেন সেন। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কয়েকজন ইউপি সদস্য স্বার্থান্বেষী রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গণমাধ্যমকে ভুল তথ্য প্রদান করে আমার বিষয়ে সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ন বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন। আমি চেয়ারম্যান হিসেবে সর্বমহলে খুবই প্রশংসিত। কিন্তু কয়েকজন ইউপি সদস্য হিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছে। যাতে আমি আগামী নির্বাচনে মনোনয়ন না পাই।

তিনি আরো বলেন, কিছু ইউপি সদস্য সরকারের কয়েকটি বিশেষ প্রকল্পে টাকা হাতিয়ে নেয়া, উন্নয়নমূলক কাজে বাধা প্রদান সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ছেলেবেলা হতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ আমার। সেই সূত্রেই মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি পূর্ণ আস্থা রেখে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন।