৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

টাংগাইলে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
টাংগাইলে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার জেলা সদর রোডের লেককর্ণার ডিজিটাল হকার্স মার্কেট এলাকায় শনিবার(২৭ জুলাই) অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকার দারিপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোছা. জরিনা বেগম জলি(২৭) ও একই উপজেলার চালাষ পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আব্দুল বাছেদ(৩২)।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম জানান, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ শনিবার সকালে লেককর্ণার ডিজিটাল হকার্স মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ জরিনা বেগম জলি ও আব্দুল বাছেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।