Sharing is caring!
সাকিব আল হাসান কে বয়কট করুণ, আব্দুল জলিল মিয়া
সাভার উপজেলা প্রতিনিধিঃ-
কলকাতায় কালীপূজা ১৪ নভেম্বর হলেও বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তর কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
এসময় সাকিব আল হাসান বলেনঃ কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় কালীপূজা উদ্বোধনের আগে মঞ্চে উঠে এ অভিব্যক্তি প্রকাশ করেন সাকিব আল হাসান।
কলকাতার পুজা উদ্ভোদন এর ছবি বাংলাদেশে ভাইরাল হলে ফেসবুকজুড়ে সাকিব আল হাসান কে হ্যাসট্যাগ দিয়ে বয়কটের ডাক দিয়েছে দেশ প্রেমিক আব্দুল জলিল মিয়া।
উল্লেখ্য যে, সাকিব আল হাসান ভারতে যাবার সময় এমন এক আচরণ করে গেলেন তারই এক ভক্তের সঙ্গে। বেনাপোল বন্দরে প্রিয় খেলোয়াড় সাকিবকে দেখতে পেয়ে দৌড়ে তার পাশে যান ভক্ত মোহাম্মদ সেক্টর। তিনি সাকিবের সঙ্গে কয়েকটি সেলফি তোলেন। আর এতেই চটে যান সাকিব। ভক্তের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেন। এসময় বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত সবাই হতবাক হয়ে যান সাকিবের এই আচরণে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, কে আজ থেকে আমি বয়কট ঘোষণা করলাম? তার সাথে সাথে আপনিও বয়কট করণ।
এসময় আব্দুল জলিল মিয়া প্রতিবেদন কে বলেন, ইন্ডিয়ায় পূজা দিতে যায়,আর নিজ বাংলাদেশের একভক্ত সাকিব আল হাসান কে ভালোবেসে সেলফি তোলার অপরাধে ফোন ছুঁড়ে দিলেন সাকিব আল হাসান।
একজন নিজ দেশের ভক্ত কে অপমান করা মানে দেশ ও দেশের জনগণকে অপমান করা। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সাথে আপনারাও সাকিব আল হাসান কে বয়কট করুন। এতে যদি আমাকে ফাঁসির কাঠগড়ায় আমি সেখানে দাঁড়াইতে রাজি আছি।