Sharing is caring!
শীতে কাপন
মহিবুল ইসলাম রাজু
হিম হাওয়া করছে ধাওয়া
শীত এসেছে শীত,
হাটে ঘাটে মুক্ত মাঠে
পাখপাখালি উঠে কেপে ।
শস্য ফুলে রঙ্গীন খেলা
প্রজাপতির বসে মেলা,
ভেজা-ভেজা সবুজ ক্ষেত্র
কুয়াশার শুভ্র চাদর রৌদ্র করে ভেদ
সূর্য উঠে হেসে পৃথিবীকে পরম ভালবেসে ।
কুলি মজুর চাষা-চাষী
জীবন চলে পাশা-পাশি
শীত আসে শীত যায়
নিয়ম নীতির সীমানায় ।
শীত মানে সারাটা দিন
মৃদু হাওয়ায় নিদ্রাহীন
আকাশ পানে চেয়ে থাকা
সূর্য দিবে কবে দেখা ।