২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শীতে কাপন – “মহিবুল ইসলাম রাজু”

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
শীতে কাপন – “মহিবুল ইসলাম রাজু”

শীতে কাপন
মহিবুল ইসলাম রাজু

হিম হাওয়া করছে ধাওয়া
শীত এসেছে শীত,
হাটে ঘাটে মুক্ত মাঠে
পাখপাখালি উঠে কেপে ।

শস্য ফুলে রঙ্গীন খেলা
প্রজাপতির বসে মেলা,
ভেজা-ভেজা সবুজ ক্ষেত্র
কুয়াশার শুভ্র চাদর রৌদ্র করে ভেদ
সূর্য উঠে হেসে পৃথিবীকে পরম ভালবেসে ।

কুলি মজুর চাষা-চাষী
জীবন চলে পাশা-পাশি
শীত আসে শীত যায়
নিয়ম নীতির সীমানায় ।

শীত মানে সারাটা দিন
মৃদু হাওয়ায় নিদ্রাহীন
আকাশ পানে চেয়ে থাকা
সূর্য দিবে কবে দেখা ।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30