Sharing is caring!
কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে কোরবানির ঈদকে সামনে রেখে পালন করা হচ্ছে খোকাবাবু নামে প্রায় ২৫ মণ ওজনের ষাঁড়।
উপজেলার নঙ্গীনাবাড়ির খামরী কাশেম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কোরবানির ঈদ উপলক্ষে ষাঁড়টি লালন পালন করছে।
ধারনা করা হচ্ছে, ২৫ মণ ওজনের খোকাবাবু ষাঁড়টি টাংগাইল জেলার সবচেয়ে বড় গরু।
সরেজমিনে দেখা যায়,খোকাবাবুকে লালন পালন করা হচ্ছে খোকাবাবুর মতই।
খোকাবাবুর থাকার ঘরে লাগানো হয়েছে দুটি ফ্যান।দিনে ৩ থেকে ৪ বার মোটর দিয়ে গোসল করান হচ্ছে।খাবারের তালিকায় রয়েছে কাচা ঘাস,ভুট্টা, খর,ভূসি,ভাত,কলা,লেবু,মাল্টা,কাঠাও সবজি।
খামারী কাশেম জানান,খোকাবাবুর জন্য তার প্রতিদিন খরচ হচ্ছে ৮০০-১০০০ টাকা।
কোন প্রকার রাসায়নিক প্রয়োগ ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে ষাঁড়টিকে লালন পালন করে বড় করা হয়েছে। কারেন্ট না থাকলে হাতপাখা দিয়ে বাতাস করতে হয়।
খামারী কাশেম ষাঁড়টির দাম হাঁকছেন ২০ লাখ টাকা।প্রতিদিনই উৎসুক জনতা ষাঁড়টিকে দেখতে বাড়িতে ভীর জমায়।