২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জিওবি ইউনিসেফ এর উদ্যোগে খাইরগাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
জিওবি ইউনিসেফ এর উদ্যোগে খাইরগাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন

Sharing is caring!

জিওবি ইউনিসেফ এর উদ্যোগে খাইরগাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন

 

সোহেল মিয়াঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার, নরসিংপুর ইউনিয়নে করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকিরোধে

ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাইর গাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন করা হয়,

Support to the Government of Bangladesh in the WASH response to the COVID -19 emergency project under ASWA -II project, নরসিংপুর ইউনিয়ন,দোয়ারাবাজার, সুনামগঞ্জ,

আয়োজন করেন-ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সহযোগিতায়- প্র্যাক্টিক্যাল এ্যাকশন, অর্থায়নে- জিওবি -ইউনিসেফ ও এস.ডি.সি,

এসময় উপস্থিত ছিলেন , মোঃ মহিদুল ইসলাম প্রামানিক, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ASWA -II প্রকল্প, ভার্ক, দোয়ারা বাজার,

উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের  ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আমির হোসেন,খাইর গাঁও কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএসসিপি জনাব শফিকুল ইসলাম,

ওয়াশা ফ্যাসিলিটেটর বিলকিছ বানু ও ইউনুছ মিয়া,

কমিউনিটি ভলান্টিয়ার নূর আলম ও ফারজানা আক্তার প্রমুখ।