Sharing is caring!
জিওবি ইউনিসেফ এর উদ্যোগে খাইরগাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন
সোহেল মিয়াঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার, নরসিংপুর ইউনিয়নে করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকিরোধে
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাইর গাঁও কমিউনিটি ক্লিনিকে পাইলটিং হ্যান্ডওয়াশ ডিভাইস স্থাপন করা হয়,
Support to the Government of Bangladesh in the WASH response to the COVID -19 emergency project under ASWA -II project, নরসিংপুর ইউনিয়ন,দোয়ারাবাজার, সুনামগঞ্জ,
আয়োজন করেন-ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), সহযোগিতায়- প্র্যাক্টিক্যাল এ্যাকশন, অর্থায়নে- জিওবি -ইউনিসেফ ও এস.ডি.সি,
এসময় উপস্থিত ছিলেন , মোঃ মহিদুল ইসলাম প্রামানিক, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ASWA -II প্রকল্প, ভার্ক, দোয়ারা বাজার,
উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আমির হোসেন,খাইর গাঁও কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএসসিপি জনাব শফিকুল ইসলাম,
ওয়াশা ফ্যাসিলিটেটর বিলকিছ বানু ও ইউনুছ মিয়া,
কমিউনিটি ভলান্টিয়ার নূর আলম ও ফারজানা আক্তার প্রমুখ।