Sharing is caring!
রচয়িতা:খলিলুর রহমান
রচনাকাল:১২ জুলাই ২০১৯ খৃঃ
পদ্য কবিতা
বোলোনিয়া-ইতালি ।
আমি যখন তোমায় খুঁজে মরি
তুমি খিড়কি খুলে পালিয়ে বেড়াও
একটু আমায় খুলে তুমি,বলোতো কেনো ?
যখন হৃদয় জুড়ে প্রেমের তুফান
তুমি আমার আশার সোপান
বলো তো তখন খুঁজে তোমায় পাই না কেনো ?
যখন গাঁয়ের বালক পাখির পালক
মাথায় গুঁজে রাজা সাজে
রাণীর বেশে তোমায় তখন পাইনা কেনো?
যখন চড়ুই আর শালিক পাখি
বাঁশের মাচায় বসে ডাকে
তেমনি করে তোমায় ডাকি শোন না তো !
দেখতে দেখতে অনেক বেলা
তবে কি সাঙ্গ হবে সকল খেলা
তখনো তুমি চুপটি করে থাক কেনো ?
যখন বুকের ভেতর তুষের আগুন
থেকে থেকে জ্বলছে দ্বিগুণ
জ্বলে পুড়ে মরছি আমি তাতে তোমার কি আসে যায় ।
যখন সময় অনেক পেরিয়ে গেলো
একটি কথাই মনে হলো
তোমায় ভালোবেসেছিলাম একপেশে হায় ।
***********************************************