২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশে লৌহজংয়ে বিক্ষোভ

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশে লৌহজংয়ে বিক্ষোভ

Sharing is caring!

রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশে লৌহজংয়ে বিক্ষোভ

 

 

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা।

শনিবার সকালে লৌহজংয়ের সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে শিমুলিয়া ঘাটের প্রবেশপথ থেকে শুরু করে বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।রাসুল (সাঃ) প্রেমী ও স্থানীয় অগুনিত মুসল্লিরাও এতে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মাওলানা মোকারম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আহমাদুল্লাহ খান, মাওলানা হেলাল উদ্দিন মল্লিক, মাওলানা ইলিয়াস হোসেন কাসেমী, মাওলানা মোবারক হোসেন, মাওলানা মনির হোসেন, মুফতি অলি উল্লাহ, মুফতি হযরত আলী, মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, মুফতি আবুল হাসান, মুফতি সাদিকুর রহমান, মুফতি বেলাল হোসন, মুফতি ইকবাল হোসেন, মাওলানা আলী আহমেদ, মুফতি ফয়জুুুুল্লাহ, মুফতি আবদুর রহমান, মুফতি বোরহান উদ্দিন, মুুুুফতি হাবিবুর রহমান, শফিকুল ইসলামসহ আরও অনেকে।

এসময় বক্তারা ফরাসী পণ্য বর্জন ও দেশটির সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করাসহ ফ্রান্স সরকারকে ক্ষমা চাওয়ার দাবি করেন।

পাশাপাশি মহানবী (সাঃ) কে অবমাননা করায় ফরাসী সরকারের প্রতি বাংলাদেশ সরকারকে নিন্দা জানানোর আহ্বান জানান।