২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

সিরাজুল ইসলাম শ্যামল,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের জামতলা জান্নাত কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্যও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি এড.মল্লিক মইনুদ্দিন সুহেল,আ ত ম মিছবাহ,জেলা আইনজীবি ফোরামের সভাপতি এড. মাসুক আলম জেলা বিএনপির উপদেষ্টা এড. আবুল মজাদ চৌধুরী,সহ সভাপতি এড. শেরেনুর আলী,এড. মো. আব্দুল হক,আবুল কালাম,জাতীয়তাবাদি কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক,উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু,যুগ্ম সাধারন সম্পাদক মো. নুর হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সামছুজ্জামান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মুনাজ্জির হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

সাবেক সংসদ সদস্যও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বর তৎকালীন সময়ে বহুদলীয় গনতন্ত্রের চর্চা শুরু করেছিলেন সকল দল ও মতের মানুষদের মাঝে তার ও দলের কর্মকান্ড একটি স্বাধীন সার্বভৌমত্ব উদার গনতান্ত্রিক দেশ হিসেবে বিশের মানচিত্রে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল।

তিনি বলেন,এই ফ্যাসিবাদি ভোটারবিহীন আওয়ামীলীগ সরকার জনগনের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা রাতের আধাঁরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে দেশের মানুষের কল্যাণে কাজের পরিবর্তে নিজেরা লুটের উৎসবে মেতে উঠেছেন।

কাজেই এই অবৈধ সরকারকে দিয়ে জনগনের কোন ভাগ্যর পরিবর্তন আনা সম্ভব নয় । তিনি অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি একটি র্নিদলীয় সরকারের অধীনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান। অন্যতায় আগামীতে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার ও আহবান জানান।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30