Sharing is caring!
বউকে নিস্ব করে আর ওষুধ কোম্পানি সহ এলাকার মানুষদের কে ভিবিন্ন ভাবে প্রতারনা করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে প্রতারক।
ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
জানা গেছে গত ২৫ তারিখ রোজ সোমবার সকালে নিজের দোকান থেকে ওষুধ নিয়ে পালিয়ে গেছে কতিতো পল্লীচিকিৎসক আবুল কাসেম, এলাকার সবাই থাকে কাশেস ডাঃ বলে চিনেন, আসলে যে এত বড় প্রতারক তা আদৌ কেউ জানতো না।
খোজ নিয়ে জানা গেছে জামাত নেতা ছদ্দ নাম কাসেম একেক জায়গায় একেক নাম ব্যাবহার করে আসতেছে আগে তার নাম সিরাজ উদ্দিন ছিল,কোনটা সঠিক নাম কেউ জানেন না।
ডাঃ সাহেের বাড়ি নেত্রকোনায় তিনি যেখানে যান একটা বিয়া করেন, এবার কানাইঘাট এসে পতারনার জালে এক অসহায় এতিম মেয়েকে ফেলেছেন, মেয়েটির বাড়ি কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউ/ পিতে নাম আফিয়া বেগম পিতার নাম মৃত খলিলুর রাহমান।
উনার দুইটা ছাড়া পৃথিবী তে আর কেউ নাই অসহায় বৃদ্ধ মানুষটি নিজের আপজন ভেবে নিজের মেয়েকে বিয়ে দেন, বিয়ার কয়েকদিন পর অসহায় দের কেউ ছিল না, তাই সুযোগের সৎ ব্যবহার করে কতিতো জামাত নেতা কাসেম , ছোট শালিকে কোন রকম বিয়ে দিয়ে কোন রকম দিন চালিয়ে দেয় কয়েক দিন, তারপর বউকে চাপ দিয়ে বাপের ভিটা মাঠি টুকু বিক্রি করে দিয়ে পাড়ি জমায় ১ লক্ষীপ্রসাদ ইউ/ পির দোনা বাজারে ফার্মেসী ব্যবসা শুরু করে বছর খানিক দিন ধরে হঠাৎ গত সোমবারে সকালে উদাও লোকটি, জানা গেছে সকাল আনুমানিক ৮ টার সময় ৩ ওষুধের কার্ঠুন নিয়ে মটর সাইকেল যোগে আটগ্রাম হয়ে চলে যায় লোকজন থাকে জিগাইলে সে বলে ওষুধ ফেরত দিতে যাচ্ছে। এর পর থেকে তার মোবাইল বন্ধ।
আরো জানা গেছে কাসেম একাদিক বিয়ে করেছেন, ১ তম বউ ঘরে তিনটা বাচ্চা রয়েছে, দনা বাজার ব্যবাসায়ী কমিটির সম্পাদক মড়াই মিয়া বলেন গত ৬ মাস থেকে উনাকে ঘর ভাড়া দিচ্ছে না, বাজার এবং এলাকার লোকজনের কাছ থেকে এবং ওষুধ কোম্পানি সহ পাশের কালিগঞ্জ বাজরের ভিবিন্ন ফার্মেসি থেকে এবং বউ এর বাড়ি বিক্রির সহ প্রায় ১২/১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। বর্তমানে তার ২ নম্বার বউ খুব কষ্ট করে দিন চালাচ্ছেন। তাই তিনি সহ সহ প্রসাষনের জোর হস্থক্ষেপ কামনা করেন।