Sharing is caring!
আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় রনি প্রকাশ মাল্লু (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি মধ্যম জিয়ানগরের হাফিজুর রহমানের ছেলে।
এ ঘটনায় মূল আসামি শহীদুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে। শহীদুল ইসলামের বাড়ি ঢাকায়। সে আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় থাকত। আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির হোসেন বলেন, ‘বিজয়নগরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শহীদুল জানায়, নিহত রনি কিছুদিন আগে তার ভাইকে মারধর করে। আজ বিজয়নগরে এ বিষয়টি নিয়ে শহীদুলের সাথে রনির তর্কাতর্কি হয়।
একপর্যায়ে শহীদুল রনিকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃতু হয়।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।