Sharing is caring!
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
নগরীর খুলশীতে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন ব্রাক ব্যাংক জুবিলী রোড শাখার ম্যানেজার মো. কাইয়ুম। গত মঙ্গলবার রাত ১২টার দিকে নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। আহত কাইয়ুমের নিকটাত্মীয় ডা. তুহিন দৈনিক আজাদীকে জানান, রাতে হাঁটার জন্য বেরিয়েছিলেন কাইয়ুম। এক পর্যায়ে কয়েকজন লোক তাকে পেছন থেকে ডাক দিয়ে দাঁড়াতে বলেন। এতে তার সন্দেহ হয়। তিনি দ্রুত বাসার দিকে হাঁটতে থাকেন। এ সময় আকস্মিকভাবে লোকগুলো কাইয়ুমকে ইট দিয়ে আঘাত করে এবং তার মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। আহত কাইয়ুমের মাথায় সেলাই করা হয়েছে বলেও জানান ডা. তুহিন।