Sharing is caring!
সুলতান আল একরাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীচরণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য শ্রী বিকাস কুমার দাস কালীচরণপুর বাজার থেকে চা খেয়ে ২৪/১০/২০ তারিখ সন্ধ্যা ৭ টার সময় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তার বাইসাইকেলের গতিরোধ করে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বারী বিশ্বাস ও পিলোন কুমার, সাইকেল গতিরোধ করে তাদের সাথে উপস্থিত আরো তিনজন সহ মোট চার জন গ্রাম পুলিশ শ্রী বিকাস কুমার দাসকে এলোপাতাড়ি চড়ঘুষি থাপ্পড় লাফি মারেন ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে পারেনি গ্রাম পুলিশ শ্রী বিকাস কুমার দাস, বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় তাকে দ্রুত আলফালাহ হাসপাতালে আনা হয়,
এমন ঘটনা কেন ঘটলো গ্রাম পুলিশ বিকাস কুমার দাসের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, আমি কিছুই জানিনা, কেবলই জানতে পারলাম, আমার ছেলে তিতাস (১৭) এর সাথে পিলোন এর ছেলে বিরোধ কুমার (১৬) গত ২২/১০/২০ তারিখে নাকি কথাকাটি হয়েছিলো সেই কারনে হয়ত আমাকে মেরেছে, আমি সুনামের সাথে দীর্ঘদিন যাবত আমার দায়িত্ব পালন করছি কারো সাথে আমার ব্যক্তিগত ঝামেলা নেই, আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে কালীচরণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বারী বিশ্বাসের বক্তব্য জানার জন্য তাকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।