২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে ষ্টীল মিলে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু:আহত-৫

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
রূপগঞ্জে ষ্টীল মিলে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু:আহত-৫

Sharing is caring!

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় প্রিমিয়ার ষ্টীল মিল কারখানায় গলিত লোহার আগুনের লেলিহান শিখা শরীরে পড়ে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ঐ সময় কারখানার আরো ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে।আহতরা হলেন-শাকিল, ফাহিম, রফিক মিয়া, রাজু, আবু সিদ্দিক মিয়া।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টীল মিল কারখানায় কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার আগুনের লেলিহান শিখা শ্রমিকদের দিকে ছিটকে আসলে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় মিজানুর রহমান ছাড়াও আরো ৫ জন শ্রমিক দগ্ধ হন।

আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনা সম্পর্কে জানতে বহু চেষ্টা করেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।