২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুর বালিজুরি একটি বন্য হাতির মৃত্যু হয়েছে

প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
শেরপুর বালিজুরি একটি বন্য হাতির মৃত্যু হয়েছে

Sharing is caring!

শেরপুর বালিজুরি একটি বন্য হাতির মৃত্যু হয়েছে

মোঃতারিফুল আলম তমাল
শেরপুর,জেলা,প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের বালিজুরি রাঙাজান গ্রামের বাহাজের টিলায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার সকালে প্রাথমিক পরীক্ষা শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়। খাদ্যের বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডা. মেহেদী হাসান নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত থেকে একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে উপজেলার গারো পাহাড়ের রাঙাজান বাহাজের টিলায় আসে। এসময় হাতির দলের ওই হাতিটি খাদে পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয়। শুক্রবার দুপুরে হাতিটির মরদেহ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।এসময় মৃত হাতিটির প্রাথমিক পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান। তিনি জানান, হাতিটির বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর হবে। দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। হাতিটি মাদি (স্ত্রী) বলে জানান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা যায়, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। তবে নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। পরে মৃত হাতিটিকে সেখানেই মাটিচাপা দেওয়া হয়।ওইসময় উপস্থিত ছিলেন বালিজুরি রেঞ্জ অফিসার রবিউল ইসলাম, বন ও পরিবেশ অধিদপ্তরের ওয়াইল্ড রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ বিজিবির সদস্যরা।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।