Sharing is caring!
পোরশায় ২০ বোতল ফেন্সিডিল সহ ব্যবসায়ী আটক
নাইম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ২০ বোতল ফেন্সিডিল সহ সজিব আলী নামক এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান এর নেতৃত্বে এস আই শীতল কুমার সহ সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সজিব আলী শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের আলীর ছেলে।
শফিউল আযম খান জানান, শিবগঞ্জ থেকে অভিনব কায়দায় ব্যাগে করে ২০ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার বন্ধুপাড়া মোড় থেকে আটক করা হয়।