২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিয়ামতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
নিয়ামতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Sharing is caring!

 

 

নিয়ামতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

 

 

শাকিল :: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও ২০২০সালের প্রথম রাউন্ড ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

 

গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

 

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ডাঃ এনামূল হক প্রমুখ।

 

এবারে উপজেলায় ২০২০ সালের ১ম রাউন্ড ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ১৯৩টি। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র ১শ ৯২টি এবং স্থায়ী ১টি। মোট ২৯ হাজার ৬শ ৩৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এর মধ্যে ৬মাস থেকে ১ বছরের নীচে নীল ক্যাপসুল খাওয়ানো হবে ২হাজার ৭শত ২৭ শিশুকে ্এবং ১ বছর থেকে ৫বছরের নীচের লাল ক্যাপসুল খাওয়ানো হবে ২৬ হাজার ৯শ ৮ শিশুকে।

 

প্রতিটি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ৮টি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে ১০ প্যাকেট সাপের ভ্যাকসিন ও ৪০৪ প্যাকেট কুকুর কামড়ানোর ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।