২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোনো গ্রুপ বিবেচনা না করে নতুন নেতৃত্ব গঠিত হবে : নাছির

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯
কোনো গ্রুপ বিবেচনা না করে নতুন নেতৃত্ব গঠিত হবে : নাছির

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই ওয়ার্ড সম্মেলন শেষ হবে ২১ অক্টোবর। অক্টোবরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগেই মহানগরীর সকল ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ওয়ার্ড সম্মেলনের ব্যাপারে গতকাল চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সাংগঠনিক নির্দেশনামূলক বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোনো গ্রুপ বিবেচনা না করে সভার মতামত সাপেক্ষে ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব গঠিত হবে। যারাই দলের দুর্দিনে নিবেদিত ছিলেন এবং কোনোভাবেই অর্থ-বিত্তের জন্য দল করেননি তাদেরকে নেতৃত্বের বিবেচনায় আনা হবে। এ-ক্ষেত্রে যদি কেউ অবাঞ্চিত ঘটনার অপচেষ্টা করেন তাকে দল থেকে ছুটি দেয়া হবে। নির্ধারিত তারিখগুলোর মধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হবে। যদি না হয় তা হলে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রকে অবহিত করা হবে। দলের মধ্যে ব্যক্তি বিরোধিতা ও ভিন্নতা থাকতে পারে। তবে এ-নিয়ে বাড়াবাড়ি চলবে না। তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সাংগঠনিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন দলের সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিটি ইউনিটে ন্যূনতম ১৫০ জন করে সদস্য অন্তর্ভুক্তকরণের বাধ্যবাধকতা অনুুযায়ী তার তালিকা অবশ্যই মহানগর আওয়ামী লীগের দফতরে পেশ করতে হবে। তবে ওয়ার্ড সম্মেলনের আগে ওয়ার্ডের আওতাধীন ইউনিটগুলোতে যাচাই-বাছাই পূর্বক কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে যাতে কোন ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে ১০টি তদারকি কমিটিকে মনিটরিং করার নির্দেশনা দেয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী তৃণমূল স্তরের নেতৃত্ব গঠনই আওয়ামী লীগের শক্তিকে সুসংহত করবে। এই নেতৃত্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জয়যাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবে। নগরীর ৪৩ ওয়ার্ডে কোন কোন তারিখে সম্মেলন অনুস্টিত হবে ঃ- ১নংদক্ষিণ পাহাড় তলী ওয়ার্ডের সম্মেলন ২ সেপ্টেম্বর অনুস্টিত হবে। ৯নংউওর পাহাড় তলী ৩ সেপ্টেম্বর ১০নংউওর কাট্রলী,৪ সেপ্টেম্বর ১৪নং লালখান বাজার ওয়ার্ড,৫ সেপ্টেম্বর ১৫ নংবাগমনিরাম ওয়ার্ড,৬ সেপ্টেম্বর ১৬ নংচক বাজার ওয়ার্ড,৭ সেপ্টেম্বর ১৯ নংদক্ষিণ বাকলিয়া ওয়ার্ড,৯ সেপ্টেম্বর ২৩ নংউওর পাঠানটুলী ওয়ার্ড,১০ সেপ্টেম্বর ২৫নং রামপুরা ওয়ার্ড,১১ সেপ্টেম্বর ২৬ নংওয়ার্ড উওর হালিশহর ওয়ার্ড,১২সেপ্টেম্বর ২৭ নংদক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড, ১৩ সেপ্টেম্বর ২৮নংপাঠানটুলী ওয়ার্ড,১৪ সেপ্টেম্বর ৩১নং আলকরণ ওয়ার্ড,১৬ সেপ্টেম্বর ৩২নংআন্দরকিল্লা ওয়ার্ড,১৭ সেপ্টেম্বর ৩৩নংওয়ার্ড, ১৮ সেপ্টেম্বর ৩৬নংওয়ার্ড,১৯সেপ্টেম্বর ৩৯ওয়াড় দক্ষিণ হালিশহর,২০ সেপ্টেম্বর ৪২নংনাছিরাবাদ ওয়ার্ড,২১ সেপ্টেম্বর ২নংওয়ার্ড জালালাবাদ, ২৪সেপ্টেম্বর ৪নংওয়ার্ড চান্দগাও,২৬সেপ্টেম্বর ৫নংমোহরা,২৭সেপ্টেম্বর ৬নংওয়ার্ড পূর্বষোলশহর,২৮ সেপ্টেম্বর ৭নংওয়ার্ড পশ্চিমষোলশহর, ২৯ সেপ্টেম্বর ৮নং ওয়ার্ড শুলকবহর,২অক্টোবর ১১নংওয়ার্ড দক্ষিণ কাট্রলি,৩ অক্টোবর ১২নংওয়ার্ড সরাইপাড়া,৪অক্টোবর ১৩ নংওয়ার্ড, ৫ অক্টোবর ১৭নংপশ্চিম বাকলিয়া,৬ অক্টোবরপূর্ব বাকলিয়া, ৭ অক্টোবর ২০নং দেওয়ানবাজার,৮অক্টোবর ২১নওয়ার্ড জামালখান,৯ অক্টোবর২২নংওয়ার্ড এনায়েত বাজার, ১০অক্টোবর ২৪ নংওয়ার্ড উওর আগ্রাবাদ, ১২অক্টোবর ২৯নংপশ্চিম মাদারবাড়ী,১৩ অক্টোবর পূর্ব মাদারবাড়ী,১৪ অক্টোবর৩৪নংপাথরঘাটা,১৫ অক্টোবর৩৫ নংবঙিরহাট,১৬অক্টোবর৩৭ নংওয়ার্ড মুনিরনগর, ১৭ অক্টোবর ৩৮নং মধ্যম হালিশহর, ১৮অক্টোবর ৪০নং, ২০ অক্টোবর ৪৩নংওয়ার্ড,।ওয়ার্ড ভিওিক সম্মেলনের তারিখ অনুযায়ী সংশ্লিস্ট ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সহ মহানগর ও থানা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত থাকবেন