Sharing is caring!
মহেশপুরে খেলা ঘরে উদ্দ্যোগে ফুটবল খেলার ফাইনালে চ্যাম্পিয়ান মান্দারবাড়িয়া ফুটবলএকাদশ।
রবিউল ইসলামঃ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার খেলা ঘরে উদ্দ্যোগে একটি ফুটবল খেলার আয়োজন করেন মহেশপুর খেলা ঘরে মালিক মকবুল হোসেন।
উক্ত খেলায় আজ যে দুইটি দল ফাইনাল খেলেন মহেশপুর ফুটবল একাদশ বনাম মান্দার বাড়িয়া ফুটবল একাদশ।
ফাইনাল খেলাটি আজ বিকাল সাড়ে চার ঘটিকার সময় অনুষ্ঠিত হয়, চরম উত্তেজনার মধ্যে দিয়ে প্রথম অর্ধে মান্দার বাড়িয়া ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয় অর্ধের ১০ মিনিটের মাথায় মহেশপুর ফুটবল একাদশ ১-১ গোলে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়, তবে মান্দার বাড়িয়া ফুটবল একাদশ দ্বিতীয় অর্ধের অতিরিক্ত সময়ে আবারও একটি গোল করে ফাইনালে চ্যাম্পিয়ান হবার কাজটি নিশ্চিত করে।
জয় সূচক গোলটি করেন মান্দার বাড়িয়া ফুটবল একাদশের ১১ নং চার্সি পরিহিত খেলোয়ার লিখন হোসেন।পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর টেলিভিশন মিডিয়ার এসোসিয়েশন সভাপতি ও প্রেসক্লাব মহেশপুরে সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়, তিনি সেরা খেলোয়ার ও বিজয়ী অধিনায়ক জুনায়েত খান এবং রানার্সআপ অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।
আজকের খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হন মিরাজ হোসেন।