১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

নিয়ামতপুরে কলেজ ছাত্রীর চুল কাটা মামলায় আর এক আসামী গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
নিয়ামতপুরে কলেজ ছাত্রীর চুল কাটা মামলায় আর এক আসামী গ্রেফতার

Sharing is caring!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর মাথার চুল কেটে, শারীরিক নির্যাতন ও অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের হুমকি অভিযোগ করার মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

 

আটককৃত আসামী রবিউল ইসলাম (৩০) উপজেলার বালাহৈর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪টায় মান্দা উপজেলার দেলুয়াবাড়ী তার বন্ধুর বাসা থেকে রবিউলকে আটক করি।

 

তিনি আরো বলেন, রবিউল ইসলাম এজাহারভুক্ত আসামী না হলেও ভিডিও ফুটেজে ঘটনার সময় তাকে উপস্থিত দেখা গেছে। রবিউলকে আজ জেল হাজতে প্রেরণ করা হবে।

 

এই মামলায় পুর্বে মূল আসামী রায়হান ও তার স্ত্রী রূপাকে গ্রেফতার করা হয়েছে। রায়হানকে ২দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।