Sharing is caring!
জামরুল ইসলাম রেজা:
প্রিয় জন্মভুমি বাংলাদেশ,,,তোমাকে নিয়ে লিখার মত যোগ্যতা আমার নেই।যোগ্যতা অর্জনের চেষ্টা ও করিনি।এটা আমার ব্যর্থতা।বড় হয়েছি তোমার বুকে। ন্যায় অন্যায়, হাসি খুশি নিয়ে চলত জীবন। এক সময় বিদ্যালয়ের সামনে লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকা ঝুলিয়ে জাতীয় সংগীত পাঠ করতে গিয়ে দেখা যেত শরিলের অধিকাংশ লোম দাঁড়িয়ে আছে,চোখে টলমল জল ঝরছে,৩৪ ইঞ্চি ছিনাটা ৪০ ইঞ্চি চওরা হয়ে যেত গর্বে।অনেক গর্ব করতাম এখন ও করি।কারন তুমি বাংলাদেশ নামক শব্দটাকে অর্জন করতে গিয়ে ৩০ লাখ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে,তাদের রক্তে আজ বাংলার মাটি ভিজে আছে।কত মা বোন তার ইজ্জত হারিয়েছে,কত সন্তান তার বাবাকে, ভাইকে হারিয়ে এতিম হয়েছে,শুধু মাত্র তোমার জন্য,এদেশের মানুষের জন্য,,এদেশের সকল দুঃখি মানুষের জন্য,অন্যায়কে হারিয়ে দিতে,শান্তি বজায় রাখতে,আজকে বাংলাদেশে তোমার বুকে দাঁড়িয়ে তোমার সেই পবিত্র মাটিকে অন্যায় জুলুম দ্বারা অপবিত্র করে দিচ্ছে তোমার নাম, মান সম্মান নিয়ন্ত্রন কারিরা।অন্যায় কে পশ্রয়দিয়ে শান্তিকে দূরে টেলে দিচ্ছে।চুসে চুসে খাচ্চে গরিব অসহায় মানুষের রক্ত,মিটিয়ে দিচ্ছে শহিদের পবিত্র রক্তে ভেজা বাংলার মাটি।আজ বাংলার মাটি ভিজে আছে হাজার গরিব অসহায় মানুষের রক্তে।প্রতিদিন ঘটে যাচ্চে মর্মান্তিক কর্মকান্ড।১৮ কোঠি মানুষের সাথে অন্যায় করে ক্ষমতার অপব্যবহার করতেছে এদেশের বহু শিক্ষিত নাম ধারি জানোয়ার।এদেশে কোন বিচার নেই।।বিচার পায় নি লক্ষ লক্ষ মানুষ যারা বাংলাদেশ নাম টাকে জিবনের চেয়ে বেশি ভালবাসত,সম্মান করত।আজকে আমার মত অনেক অশিক্ষিত মানূষ দেশের বাহিরে যারা মায়ের মাতৃকুলে ফিরে যেতে ভয় পায়।কখন না জানি কার স্বার্থের আঘাতে পরে নিজের জীবন দিতে হয়।এরকম হাজার মানুষ দোষি না হয়ে দোষী হচ্চে, প্রান হারাচ্ছে,,কোন বিচার পাচ্ছে না,যে কারনে তুমি আজ বাংলাদেশ,,, কোথায় তোমার নামের বাস্তবতা,কোথায় তোমার নামের স্বার্থকতা।??????????তাই আজ আর বলতে ইচ্ছে হয় না, তোমাকে ভালবাসি,,বাংলাদেশ নাম টা এখন লিপ্ত হয়ে আছে খুন রাহাজারি,অন্যায়, অত্যাচার জুলুম দ্বারা ,, হারিয়ে যাচ্ছে আমার মত লাখ ছেলেদের অন্তর থেকে দেশপ্রেম।এর জন্য দায়ি তুমি নও,যারা তোমাকে হাতে পেয়ে ভুলে যাচ্ছে তোমি বাংলাদেশ হওয়ার উদ্দ্যেশ্য।প্রত্যেক টা সমাজে কিছু জানোয়ার এর বাচ্চা আছে যাদের কারনে আজ বাংলার করুন পরিনতি,কিছু জারজ সন্তান আছে যারা দেশ টাকে অন্যায় এর কাছে বিক্রি করে দিচ্ছে।যারা প্রতিবাদ করে তারা হয়ে যায় রাজাকার, যোদ্ধাপরাধি,হয়ে যায় গুম, হয়ে খুন,তাদের আর অস্তিত্ব রাখে না এই সব জারজ রা।ঘৃনা করি আজ তোমাকে বাংলাদেশ,ঘৃনা করি শিক্ষিত সমাজকে,ঘৃনা করি বাংলার শিক্ষিত রাজনিতিকে,,, ঘৃনা করি আজ বাংলার এই নির্মম পরিস্তিতির জন্য।