Sharing is caring!
মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার
স্বাধীন বাংলাদেশ’র মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
গত(২৮ সেপ্টেম্বর) সোমবার বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার উদ্যোগে রেজাউল করিম শান্ত’র সঞ্চালনায় রাশিয়া ছাত্রলীগের সভাপতি সবুজ আহমেদ রনি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাশিয়া ছাত্রলীগের সিনিয়র নেতা জনাব আল মামুন, আব্দুল্লাহ আল সৌরভ ও মোঃওয়াজেদ আলী,মোঃএম ফেরদৌস স্বচ্ছ, মোঃদূর্জয়, মোঃআব্দুল মাজিদ সহ সকল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের পুরো কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা কে দেন এবং বাংলাদেশের সার্বিক অবস্থা তুলে ধরেন।সেই সাথে বিশ্বের চলমান করোনা ভাইরাসের সংক্রমণে’র হাত থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে কেক কেটে বিশেষ মোনাজাত করা হয়।