Sharing is caring!
রুবেল মিয়া,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদক’কে দূরে রাখি ,এই প্রতিপাদ্যেকে সমানে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ৩য় আসরে ফরিস স্মৃতি টুর্নামেন্ট’র উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেধাবী কল্যাণ সংস্থার আয়োজনে চিলমারী উচ্চ বিদ্যালয়ে মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিক ইকবাল লেনিন।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসওয়াদ হোসেন রিলু প্রমূখ। সভাপতিত্ব করেন মেধাবী কল্যাণ সংস্থার সভাপতি নুর আলম।
উক্ত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চিলমারী উচ্চ বিদ্যালয় বনাম মেধাবী কল্যাণ সংস্থা ।
উক্ত ম্যাচে চিলমারী উচ্চ বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে জয় তুলে নেয় মেধাবী কল্যাণ সংস্থা । আগামীকাল অংশ গ্রহণ করবে চিলমারী নদী বন্দর বনাম রমনা ফুটবল একাদশ।