Sharing is caring!
মোঃ সিরাজুল হক রাজু,স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালীর সোনাইমুড়িতে অভিযান চালিয়ে রিফাত হোসেন (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রিফাত হোসেন সোনাইমুড়ি থানাধীন নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার সহিদ উল্লাহের ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র্যাব-৮।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিফাত হোসেন জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে।
পাশাপাশি সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, নোয়াখালী, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতো বলেও স্বীকার করেছে।
রিফাত বেশকিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এবং সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করে আসছে।
এছাড়া বিভিন্ন সময় গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের জিজ্ঞাসাবাদেও আটক রিফাত হোসেনের বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।