১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে র‌্যাব’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
দিনাজপুরে র‌্যাব’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

Sharing is caring!

দিনাজপুরে যাব’র অভিযানে ইয়াবা সহ যুবক আটক।

 

 

 

এম এ হাসান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-

দিনাজপুরে র‌্যাব ‘র অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ সেলিম নামের ১ জন যুবক মাদক কারবারি কে আটক করা হয়েছে।

 

র‌্যাব ১৩, দিনাজপুর সূত্র জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন ৫নং পুঁটিমারা ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ডস্থ প্রাণকৃষ্ণপুর নামক গ্রামে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়।

 

এসময় তার কাছ থেকে ২৯৮ (দুইশত আটানব্বই) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটককৃত যুবক মোঃ সেলিম কাজী (২৪) দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাধীন কাকরাপালি এলাকার মোঃ রেজাউল কাজীর পুত্র।

 

র‌্যাব ১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর এর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

 

এছাড়া, তার বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদক সংক্রান্ত পূর্বের আরো ১টি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

 

র‌্যাব বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে সাপ্তাহিক অভিযোগ কে জানিয়েছেন র‌্যাব-১৩, দিনাজপুর এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক।