Sharing is caring!
আত্নবিশ্বাসই মনোবল
– ডা.মিজানুর মাওলা –
উত্তপ্তের মরুর বুকে অবিশ্রান্ত
হেঁটেও তুমি হবেনা ক্লান্তি,
দাঁড়াবে ক্ষনিকের তরে
যদি আশা হয় প্রখর শান্তি।
সংকল্প হয় দৃঢ় তবে পীড়িত
হতে পারো মরীচিকার ছলে,
ভয় নেই এ থেকেও পরিত্রাণ
পাইবে সুদৃঢ় কেবল মনোবলে।
পিছু লোকে কিছু বলে অন্তর
গহীনের ভাবনাটা দাও পেরিয়ে,
মনের বাঘে খায় না মানুষ
খায় সে বনের বাঘ গড়িয়ে।
রুপের অধিকারে মানুষ তো নয়
মানুষ বলে পরিচিত হয় তার গুনে,
মৃত্যুর নাই সময় সিমা তবুও বাঁচে
আত্নবিশ্বাস মানুষ আছে মনোবলে।
অসাধ্যকে সাধ্যে করে শক্তি তার
লুকান্তরে সাহস ভরে পথচলে,
খাবার দাবার পচনক্রিয়া হজমে
যোগাবে শক্তি আত্নবিশ্বাস আছে বলে।