Sharing is caring!
“প্রতিবাদ”
-_-_-_- টি. আই. অশ্রু -_-_-_-
আর কত,আর কত সহ্য করতে হবে
অমানবিক অত্যাচার,অন্যায়,অবিচারের কাছে মাথানত।
যখনই শুনি কোন অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কেউ করছে প্রতিবাদ ওমনি পরছে উইকেট এর মত লাশ আর লাশ।
প্রতিরোধ হ্যাঁ প্রতিরোধ করতে হবে গড়তে হবে প্রতিবাদের ভাষা,করতে হবে জল্লাদ নামক নর-পিচাশদের প্রতিহত।
আর কত, আর কত সইবো সন্তান হারানো মায়ের চিৎকার করে কান্নার আর্তনাদ,কত স্বপ্ন কত আশা বুকে বেধে ছিল আবরার ফাহাদ।
আর কত ঝরবে নুসরাত জাহান রাফি,তনু,বিশ্বজিৎ ও ফাহাদের মত অসংখ্য মেধাবী ছাত্র/ছাত্রীর লাশ।
এই কি আমাদের বাংলাদেশ ? যেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার নেই কোন রেশ।
যেখানে ধর্মের নামে দোহাই দিয়ে চলছে রাজনীতি,
এ কেমন ছাত্র রাজনীতি ? যেখানে প্রাণের নেই কোন মূল্য।
নিধর দেহ নিয়ে পরেছিল আবরার ফাহাদ,কিন্তু ঐ অমানবিক অত্যাচারীদের কাছে নেই কোন তুল্য।
আর নয় কোন অন্যায়,কোন অমানবিক অত্যাচার,
এবার হবে জনগনের হাতে,হে অত্যাচারী তোমাদের বিচার।
আসুন প্রতিবাদ করি এমন ঘৃন্য কাজ আর নয় রক্তে রাঙ্গানো সাজ।