Sharing is caring!
হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ট্রাক চালক রাজশাহী জেলার শ্যামপুর এবং দুর্গাপুর এলাকার মোঃআকবর আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (১৯)।
ফুলবাড়ী থানা পুলিশের তথ্যমতে জানা যায় শুক্রবার রাতে উপজেলার কদমতলা এলাকা দিয়ে ট্রাক যোগে গাঁজার একটি বড় চালান রাজধানীর দিকে যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলা এলাকায় বিভিন্ন জায়গায় তৎপর থাকে পুলিশ।
পরবর্তীতে রাত আনুমানিক তিনটার দিকে ট্রাকটি কদমতলা এলাকায় এসে পৌঁছালে পুলিশ ট্রাকের চারিদিকে অবস্থান নেন।তৎক্ষনাৎ চালক ট্রাকটি থামালে পুলিশ প্রথমে ট্রাকের চালককে আটক করে ট্রাকটি তল্লাশি করলে পেছনের কভারে রেখে যাওয়া পলিথিন দিয়ে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করেন।পরে ট্রাকটি রাতেই ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।